এই সময়ের কবিতা
তপনজ্যোতি মাজি
[ এক ]
দূরত্ব
এক দিনের দুরত্বকে এক যুগ মনে হলো।
কেন মনে হলো দূরত্ব শব্দের প্রতিশব্দ অদর্শন!
একশবছর পর পরিমার্জিত সংস্করণে নতুন
প্রতিশব্দের সংযোজন হবে শব্দকোষে, এই কথা
বলেছিলে, চায়ের টেবিলে সমতল স্বরে।
তোমার অভিব্যক্তি বুঝি।
দূরত্ববোধ বলছে আত্মবিশ্লেষণময় নীরবতা
সাহচর্যের থেকেও নৈকট্য ছড়িয়ে দেয়
মস্তিস্ক ও হৃদয়ের সংবাহী
শিরায় শিরায়।
তুমি দূরে আছো এই কথা বিশ্বাস করেনা অক্ষর।
বিশ্বাস করেনা বলেই,
একটি কবিতার বুননপর্ব শেষ হলেই ,
বুঝতে পারি,
তুমি ঠিক কতখানি কাছাকাছি আছো।
[ দুই ]
ওয়াল আর্ট
ধাবমান অশ্বের পরিবর্তে হলুদবসন্ত।
বুদ্ধদেব গুহ দেখলে এককলি টপ্পা শুনিয়ে দিতেন
সোফায় বসে।
পছন্দের সঙ্গে জীবনের যোগ ,
সুরের সঙ্গে কথার যোগ যেমন।
এই সমন্বয় শিল্পে আপনি ,
তুলনাহীন আপনি।
হলুদ বসন্তে পাতা ঝরা পথ ,
একটু দূরে তমাল নদ।
প্রচারহীন পুরুষের মতো উদাসীন।
এই পথে আপনার মানস ভ্রমণ প্রতিদিন।
শরীরী ভ্রমণ শেষ হয়।
হলুদ বসন্তের দেশে আপনার অনিঃশেষ
মানস ভ্রমণ।
[ তিন ]
স্পর্শভূমি
মাটি ছুঁয়ে আছে ডান হাতের
পাঁচটি আঙুল,
মৃত্তিকা বোধ।
সম্পন্ন তোমাকে মন ছুঁয়ে থাকে
অহর্নিশ,
জীবনবোধ।
স্পর্শভূমি জুড়ে অনুভব ছড়িয়ে গেছে
শিকড়ের মতো।
মুখর ও মগ্ন মুহূর্তে
কবি একজন অনুবাদক মাত্র।
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_27.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন