এ মাসের কবিতা
ভোটের ভন্ডামি
দীপা কর্মকার
নন্দ খুড়ো বলল হেসে
ভোট কারে কয় শোন
ভোটের খেলায় তোলপাড় আজ
এই বাংলার বন।
বাঘ শিয়ালও পাল্টেছে ভোল
ভোটের খেলায় মেতে
গল্প এবার শোনাই তোদের
পথে যেতে যেতে।
বাঘ এসেছে গোয়ালঘরে
খবর নিতে আজ
ওরে বাছুর কেমন আছিস
চলছে কেমন কাজ।
যাবি বনে পাসনিরে ভয়
থাকবো আমি সাথে
ইচ্ছে হলেই আসবি ঘুরে
দিনে কিংবা রাতে।
ঘাস থাকবে, খোল থাকবে
থাকবে ধানের খড়
খাবি সেথায় প্রাণখুলে সব
নাই যে আমি পর।
কুমির দাদাও মিষ্টি হেসে
বলল এসে পাড়ে
গল্প করি হরিণ ভাই
আয় না নদীর ধারে।
বাচ্চারা তোর বেশ হয়েছে
বড়ই নাদুস নুদুস
রাখবি নজর ওদের ওপর
থাকে যেন হুঁশ।
পেয়েছি খবর ফাঁদ পেতেছে
চোর শিকারির দল
তোদের নিয়েই চিন্তা আমার
কি করি ভাই বল।
শিয়াল মামা আসলো এবার
করতে গাঁয়ে দেখা
হাঁস মুরগির খামার গুলো
ঘুরলো একা একা।
অভয় দিয়ে বলল তাদের
পিঠ চাপড়ে মামা
এবার শীতে দেব আমি
কম্বল আর জামা।
বিনি পয়সায় পাবি তোরা
চাল গমের দানা
পাতবি না হাত কোথাও তোরা
করছি তোদের মানা।
মামা আছে তোদের সাথে
ভয় কি তোদের আর
চাইবি তোরা নির্দ্বিধায়
যখন যা দরকার।
বুড়ো বিড়াল মাছ খায় না
মুখে হরি বোল
কৃষ্ণ ভজে সকাল থেকেই
সঙ্গে বাজায় ঢোল।
ভ্যাবাচ্যাকা খেয়ে সবাই
আসলো সদলবলে
বুড়ো শশক বসেছিলেন
বনের পাঠশালে।
বেশ দেখছো মজা সবাই
বলল শশক বিজ্ঞ
ওদের ফাঁদে পড়ো না ভাই
থেকো না আর অজ্ঞ।
ওরা আছে মুখোশ পরে
নয়তো আপনজন
মিষ্টি কথায় যেওনা ভুলে
দিও না ওদের মন।
এসব শুধু ভোটের খেলা
আসন নিয়ে লড়াই
বসবে কে রাজাসনে
কে হবে মন্ত্রী মশাই।
এবার বল কেমন তোদের
লাগলো আমার গল্প
মাথায় কিছু ঢুকলো তোদের
একটু হলেও অল্প।
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazinebengali-poem-in.html
আপনিও এই বিভাগে মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান। মতামত জানান।
ankurishapatrika@gmail.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন