ভাষা দিবসের কবিতা
অমলেন্দুবিকাশ জানা
লড়াইয়ের মাতৃভাষা
তুমি মাতৃভাষা আমার হে বাঙলাভাষা,
গোটা একটা মায়ের ডাক যেন!
খোকা-খুকুর আশ্রয়ের মতো,
কবির কল্পনার অন্দরমহলের
খিলানের মতো,
মায়ের অহংকারহীন অ-লোভের মতো
সহজ-স্নিগ্ধ তুমি!
হঠাৎ ওরা এলো।
খাজা নাজিমুদ্দিন বললেন,
বন্ধ করো তোমাদের বাংলাভাষা,
কথা বলো আমাদের ভাষায়
বাংলার রাষ্ট্রভাষা হবে উর্দু!
সেদিন কী বিনা মেঘে পড়েনি বজ্র,
সেদিন কী বাঙালির কান্না হয়নি পদ্মা!
সেদিন কী যুদ্ধের দিকে জাগেনি শপথ!
সেদিন কী বাংলাদেশ দেয়নি মন্ত্র:
বিশ্বের বাংলাভাষী জেগে ওঠো
আপন অধিকারে!
ঘোষণা করেনি-কী,
বিশ্বের সব জাতি-ভাষা মাতৃভাষা হোক!
সংগ্রাম জারি হোল শান্তিপূর্ণ।
ঊনিশ-শো বাহান্নর ছাব্বিশে জানুয়ারি
কলরব উঠলো ভাষা-আন্দোলন থেকে,
তিরিশের ছাত্র-ধর্মঘট থেকে,
রাষ্ট্রভাষা বাংলা চাই!
বীজ মন্ত্রের মতো ছড়ালো দাবি।
সূর্যের মতো বাড়তে লাগলো তাপ!
বাংলাভাষা-বাগের ফুল ফোটাতে,
এলেন বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা-কমিটি
এলেন বিপুল ছাত্র-সমাজ
এলেন বাংলাভাষী সাধারণ
এলেন মর্মী রাজনীতিকের দল
লড়াইয়ের ময়দানে লাখো মানুষ।
উর্দু নয়,বাংলা চাই।
লিয়াকত-রিপোর্ট নাকচ করলো
ভাষা-সংগ্রাম পরিষদ।
পাখি সব করে রব:
যুব লীগ,ছাত্র লীগ বললো,
আওয়ামী মুসলিম লীগ বললো,
রাষ্ট্রভাষা বাংলা চাই---
কাজী গোলাম মেহবুব বললেন,
শামসুল হক বললেন,
রাষ্ট্রভাষা বাংলা চাই---
ঢাকার রাজপথ বললো,
গোটা পূর্ব পাকিস্তান বললো,
রাষ্ট্রভাষা বাংলা চাই---
হিন্দু-মুসলমান বললো,
পূর্ব বললো,
পশ্চিম বললো,
রাষ্ট্রভাষা বাংলা চাই!
বেঁকে বসলেন নুরুল আমিন
দুর্দান্ত মুখ্যমন্ত্রী!
কূজন করতে থাকা পাখিদের হত্যা
তাঁর আনন্দ-ট্রিগার!
ঊনিশ-শো বাহান্নর একুশে ফেব্রুয়ারি
আমার ভায়ের রক্তে রাঙানো---
লুটিয়ে পড়লো রক্তাক্ত
আব্দুল রফিক জব্বার বরকত
সালাম সলিমুদ্দিন শফিকুর!
শক্তি-ব্যূহে লড়াই দিয়েছে মাতৃভাষা বাংলা।
বাহান্নর লড়াই ছড়িয়েছে একষট্টি-তে!
বরাকে কাছাড়ে শিলচরে
রক্তাক্ত লুটিয়ে মৃত্যু এগারো প্রাণের!
কমলা চণ্ডীচরণ সুনীল শচীন্দ্র কুমুদ তরণী
সুকোমল কানাই সত্যেন্দ্র কানাই নীরেন্দ্র
ভাষার শহীদ!
রাতি পোহাইল:
হে আমার মাতৃভাষা!
তোমার কাননে এখন ফুটে আছে
শত মনোহরা সুগন্ধি পুষ্প!
শহীদ বেদিতে তাজা লাল গোলাপ যেন
প্রাণবন্ত ভাষা-কুসুম!
পৃথিবীর সব ভাষাদেশ আজ অনুভব করে
একুশে ফেব্রুয়ারি-র অম্লান গৌরব!
আর এখানে---
স্পষ্ট বাংলাভাষায় লেখা আছে,
সমূহ স্বেচ্ছাচারী-স্বৈরাচারী
পরাজয়গাথা!
আরও পড়ুন 👇
https://wwwankurisha.blogspot.com/2021/02/ankurisha-emagazine-bengali-poem-in_20.html



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন