লেবেল

সোমবার, ১৩ জুলাই, ২০২০

নির্বাচিত ছড়াগুচ্ছ।। মোস্তাফিজুল হক






   ছোট খুকি 

ছোট খুকি ফুলখুকি
নাম তুলতুল,
করে না তো ভুল খুকি
তুলে না সে ফুল।
লালরঙা জবাগুলো
ডালে ডালে হাসে,
ফুলের আবির মেখে
খুকু ফিরে আসে।




 খালামণি

ছোট খুকি হাসিখুশি
ইশকুলে পড়ে,
গণিতের গুণ-ভাগ
হাসিমুখে করে।
মন দিয়ে কথা শোনে
চুপ করে থাকে,
গণিতের আপা হেসে
খালামণি ডাকে।

 বড়ঘড়ি

বড়ঘড়ি ঝুলে আছে
সে কী হইচই!
দোলে ঘড়ি সারাবেলা
থামাথামি কই?
থেকে থেকে বড়ঘড়ি
করে রঙঢঙ,
নড়াচড়া করে ঘড়ি
বাজে ঢঙঢঙ!



নয়াঘড়ি

ইশকুলে নয়াঘড়ি
লেখা ভাসে অই,
বিজলিটা চলে গেলে
লেখা যায় কই?
সময় না যায় বলা
লেখা নেই বলে,
লুকায় সে ঘড়িখানা
কালোছায়া তলে।

 চড়ুইভাতি

চড়ুইভাতি চড়ুইভাতি
নাতিপুতির মাতামাতি।
বড় নানী রেঁধেছে,
মেঝো নানী কেঁদেছে!
সেজোর কেন সাজন নাই?
সেজোর নাকি মাজন নাই!
ছোট নানীর শাড়ি নাই,
নানার মুখে দাড়ি নাই!



 আজব ছোঁড়া


ধূলো মেখে স্নান করে,
শুকনোতে মাছ ধরে,
দাঁত ছাড়া হেসে ওঠে,
পান-চুন তাও ঠোঁটে!
চুল-দাঁড়ি পাকা সেই -
অদ্ভূত ছোঁড়া!
লোকে তারে ভাবে কেন-
বুড়া থোরা থোরা?
আমি বলি বুড়া কই,
বয়সটা আঠারোই!
রুস্তমি ভাবসাব,
ভাবি তারে সোহরাব।







২টি মন্তব্য: