লেবেল

শনিবার, ১১ জুলাই, ২০২০

নির্বাচিত ছড়াগুচ্ছ।। মালিপাখি





ভোর 

পূব দিকে ভোর জানলা থেকে  
খিল তোলে যেই হেসে  !
অমনি মোহর ডুব দিয়ে নীল 
একলা বাউল বেশে  !
বললে ও ভাই আবার চলো 
শাল পিয়ালের দেশে  !

বুকের দাওয়ায় জলছবি ঘাস !
ঢেউ দিয়েছি শাঁখে  !
সে দেশ কোথায় ? সবাই কে সে 
আপন করে ডাকে  ?
সবুজ হাওয়ায় দেয় তালি ফুল 
বনপথের বাঁকে  !

আপন নেশায় চুল ভিজিয়ে 
একলা নদীর ধারে  !
বাজায় কে ও আলোর সেতার ?
ভালোবাসার ! আরে !
এই তো ভুবন ! উদাস পথিক  !
মন জাগাতে পারে  !

নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় 
জরীর পোষাক পরে  !
হাঁটতে হাঁটতে অবুঝ পুরের  
হৃদয় উজাড় করে  !
পরশ পাথর আকাশ জাগায় 
ফুল কথা কও ভোরে   !




 যেই  বলেছি 

যেই বলেছি একতারা আয়, নাম লিখি তোর খাতায়, 
অমনি নাচে টুনটুনি রোদ বেলকুঁড়ি, ঝাউ পাতায়  ।

যেই বলেছি এই পুঁতি বোন  নাকছাবি দ্বীপ কোথায়  ?
অমনি আতর জুঁই নদীটি ফুল গুলি সব ফোটায় ।

যেই বলেছি রূপকথা হাঁস আয় রাঙা পথ বানাই, 
অমনি বাজে রাজার পোষাক,  রূপনগরের সানাই  ।

যেই বলেছি কোন মায়াতে দিন গুলো রোজ ফুরোয়   ?
অমনি সাগর গান ঢেলে দেয় তিন পাহাড়ের চূড়োয়  ।

যেই বলেছি আজ তারাঢেউ আয় আমাদের পাড়ায়,
অমনি আকাশ  ভালোবাসায় নীল দুটি হাত বাড়ায় 



কুটুম


উড়িয়ে দেবো ওড়নাকে আজ, কাল ওড়াবো কাকে  ?
কাল ওড়াবো পাখির কোলাজ, ফুলকি বেড়ালটাকে  !

ভুল বলেছি,বেড়াল না মোম,দেখছি হঠাৎ তুলে ;
বুক রেখেছি একটি নরম নাম জানি না ফুলে -- !

নাম জানি না ফুল কী ও ঘুম ? খুলছি সোনার ঝাঁপি -!
এমন সময় বুঝতে পেলুম লোকটি সদালাপি ।

বললে বসুন হীরের জাহাজ ! এইতো আমার বাড়ি   !
আপনি যদি বলেন তো আজ, গান শোনাতেও পারি

যে মেয়েটা 

যে মেয়েটা   ছড়ায় সাগর পারুল চাঁপার মনে
যে মেয়েটা   খুশির খবর পাঠায় হলুদ বনে। 

যে মেয়েটা   ঘুরে বেড়ায় শিরিন নদীর বাঁকে
যে মেয়েটা  আপন মনে উদাস দুপুর আঁকে। 


যে মেয়েটা  ধুলো ওড়ায় কুসুম পুরের পথে   
যে মেয়েটা   আবির ছড়ায় লাজুক মনের মঠে  ।

যে মেয়েটা  সাহস জাগায় আশার প্রদীপ জ্বেলে 
যে মেয়েটা   রামধনু মন  ।  সরায় আঁধার ঠেলে 

যে মেয়েটা   রূপকথা পুর  ।   নুপুর পরে নাচে  
যে মেয়েটা   সোহাগ দিয়ে ফোটায় কুঁড়ি গাছে ।

যে মেয়েটা   রোদের কুচি ছড়ায় নদীর কুলে  
যে মেয়েটা   মনের আগল সদাই রাখে খুলে  ।

যে মেয়েটা   শালুক ফুলের আদর ভালোবাসে  ।
যে মেয়েটা   খুশির পালক ছড়ায় সবুজ ঘাসে  ।

যে মেয়েটা   টগর, পলাশ, তিতির পুরের ছুটি   
যে মেয়েটা   নদীর সাঁকো  ।  বুনো হাঁসের জুটি  ।

যে মেয়েটা  সাঁতার কাটে গাঁয়ের পুকুর ঘাটে  
যে মেয়েটা  কাগজ কুড়োয় নিঝুম পুরের হাটে  ।

যে মেয়েটা  ঝুমঝুমি ভোর, কেবল কাছে ডাকে  
সেই মেয়েটাই বাঁশি আমার  ।  হৃদয় জুড়ে থাকে 




মোহর দুপুর ঝরে


আসুন রাজা বসুন বসুন
আমার কুটির ঘরে !
পাতায় আঁকা টাপুর-টুপুর ,
মোহর দুপুর ঝরে  !!

হৃদয় জুড়ে রঙিন পালক ,
খুশির পরাগ নাচে !
বাতাস যেন খবর পাঠায়
আতাই পুরের কাছে  !!

নাচের সুরে পাতাই পুরের
পলাশ, পারুল,জবা  !
কেবল সুখে বাজায় সেতার
ঝালোর দোলায় সভা   !!

আসুন রাজা বসুন বসুন
আমার কুটির ঘরে !
পাতায় আঁকা  টাপুর-টুপুর ,
মোহর দুপুর ঝরে  !!




       




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন