লেবেল

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। সেপ্টেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা আসছেন— ১৩।। বাজলো আলোর বেণু — দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




   ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  সেপ্টেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় - মা আসছেন—   ১৩।।



বাজলো আলোর বেণু

দীনেশ সরকার

বাদলমেঘটা সরে যেতেই শরৎ এলো বঙ্গে
রঙিন খামে নিয়ে এলো পুজোর চিঠি সঙ্গে।
নীল আকাশে মেঘের ভেলায় পুজোর চিঠি ভাসে
পাখির ঠোঁটে সেই চিঠিটাই গ্রাম শহরে আসে।

সেই চিঠিতেই জবর খবর আসছেন মা এই বঙ্গে
ঘরে ঘরে খুশির তুফান মাতলো সবাই রঙ্গে।
কেনাকাটায় উঠলো মেতে অনলাইন আর মলে
নতুন জামা জুতো ছাড়া উৎসব কি আর চলে!

খবর গেল নদীর চরে কাশের বনে বনে
ফুল ফুটিয়ে সাজলো তারা মায়ের আগমনে।
কাশের ঘ্রাণ মেখে গায়ে বাতাস গেল ছুটে
খবর পেয়েই সন্ধ্যাবেলা শিউলি উঠলো ফুটে।

শিউলি সাথে যুঁই মালতী ফুটলো ঘরে ঘরে
খুশির সুবাস দিকে দিকে ছড়ায় অকাতরে।
শাপলা কমল তুললো মাথা সরোবরের জলে
মধুর লোভে ভ্রমর অলি জুটলো দলে দলে।

এসেই গেল শারদোৎসব আলোর বেণু বাজে
উড়ু উড়ু মন হ'লো যে বসছে না আর কাজে।
কুমোর পাড়ায় ব্যস্ত সবাই রঙের প্রলেপ পড়ে
চিন্ময়ী মার মৃণ্ময়ী রূপ নিপুণ হাতে গড়ে।

মণ্ডপসজ্জা জোর কদমে চলছে খেলার মাঠে
নাওয়া খাওয়ার পায় না সময় কাজেতে দিন কাটে।
ঢ্যাং কুড়া কুড় পুজোর বাদ্যি পড়লে কাঠি ঢাকে
সবাই মিলে ভক্তিভরে দেখবো দুর্গামাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন