লেবেল

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ



                       দু র্গা দা স মি দ্যা



  দীর্ঘশ্বাস 


ধূম শব্দের মাঝে জেগে ওঠে ধ্বনি।
চাপা চাপা শ্বাস শোনা যায় গাছের পাতায়
নড়েচড়ে বসে সেই সব পাতা।
উড়ে এসে জুড়ে বসা পাখি নাচানাচি করে।
গান গায়। শুনে মনে হয় কাকে যেন পেতে চায়
আপনার করে। স্বপ্নের হাতছানি দেখা যায়
দূর থেকে। রেখে ঢেকে খেতে জানেনা বলে
বিড়ম্বনা যত। দম ফুরিয়ে যায় হারিয়ে যাওয়া
সকাল বেলায়। তারপর একদিন হা হুতাশ।
সব চাওয়া পাওয়া বিলাপ করে কাঁদে যেন ফাঁদে
পড়া পাখি। আজ দেখি শূন্য শাখা প্রশাখা।
সমস্ত হৃদয় জুড়ে বেদনার কালিমাখা।


প্রেম নামে এক নদী

ভাবনার দরজায় হাত রেখে মন
চলে যায় যতদূর ততদূর আমি
তোমাকে চাই। গাছের পাতার মর্মে
শুনতে পাই তোমার পায়ের শব্দ।
কালো মেঘে দেখি তোমার চুল ছড়িয়ে
আছে সারা পিঠে। বৃষ্টির সাথে সাথে বেজে উঠে
পায়ের নুপুর। সারা দুপুর ঘুমোতে পারিনা।
তুমি আসবে বলে দরজায় দাঁড়িয়ে আছি সেই
কবে থেকে। প্রেম নামে নদী আছে
তুমি ভুলে গেছ  বুঝি!





   বিচলন


আমি কি তবে মৃত্যুর মতো শীতল হবো
নাকি ঝোড়ো হাওয়ার মতো উদ্দাম!
বেঁচে থাকার সামান্য শর্তগুলো
যেভাবে ভেঙে টুকরো টুকরো হচ্ছে
চোখের সামনে।
সে এক আশ্চর্য বিপন্নতা
যেন মনে হয় খাদের কিনারে
দাঁড়িয়ে আমরা।
সহজাত মানবিক গুণ সব
খসে পড়ছে একে একে
পলেস্তারা খসা জীর্ণ বাড়ির মতন।
কীভাবে মানুষের মতো বেঁচে থাকা যায়
সেই চিন্তায় মন ভারি হয়। ক্ষয়িষ্ণু সমাজ দেখে
বিচলিত হয় মানব হৃদয়।



অকারণ অহমিকা স্রোত


অকারণ অহমিকা স্রোতে ভেসে যায় খড়কুটো
আগুন জানে কিভাবে পোড়াতে হয় কাঠ
সংসার সমুদ্রে যত ঢেউ ওঠে পড়ে তত
বেড়ে যায় রাগ।
কামনার কালছবি  যে ছবি আঁকে চোখে
তার স্বাদ পেতে সাধ হয় মনে
চনমনে বাতাস আকাশে উড়ে যায়
ঘরে ফেরা পাখির মতন।
নতুন অথবা পুরাতন ঘন ঘন রূপ বদলায়
সময়ের অবসরে। শূন্য বাতায়ন
একা দাঁড়িয়ে থাকে আশায়।
ভাষাহীন দুচোখ রূপ কথা এঁকে যায়
বিকেলবেলায়। ঘনায়মান রাত
চাঁদ ডেকে ঢেকে দেয় দুঃখ যত
আর গভীর ক্ষত রূপ নেয় কালঘুম।
নিশ্চিন্ত আমি হাল্কা পালক হয়ে উড়ে যাই।




   প্রিয় রবীন্দ্রনাথ

যতবার এই জগতের দিকে চাই
ততবার দেখি তাঁর মুখ ভাসে
আলোকিত হয় মন।
হাজার কথার ভিড়ে
শুধু একটি নামের  গভীর আলোড়ন।

চোখের সামনে আর কাউকে পাইনা তেমন করে
যেমন করে আপনা থেকেই তিনি
আসেন আমার ঘরে।
বসেন পাশে বলেন কত কথা
অমোঘ টানে বোঝান মানে জীবন রস কথা।
ভক্তিভরে দুহাত তুলে মাথায় ঠেকাতে হাত
অবাক হয়ে দেখি দাঁড়িয়ে আছেন এ কি
প্রিয় রবীন্দ্রনাথ।



অপ্রকাশিত গদ্য ও পদ্য পাঠান
অভিমত জানান
bimalmondalpoet@gmail. com        


1 টি মন্তব্য: