তৈমুর খান
অঞ্জলি
ওই লাল ফুলটি চাই আমার ! ওইটি!...
তৎক্ষণাৎ সাঁতার দিয়ে ছুটছি। ফুলটি এনে দিতে হবে। হ্যাঁ আজকেই ফুটেছে। সতেজ লাল টকটকে শালুক ফুল ।
শালুক ফুলটি যে চাইছে সেও নতুন কিশোরী। কিন্তু কী লম্বা লম্বা চুল ওর মাথায়। চোখ দুটি দীঘল মায়াময়। নাকটি তীক্ষ্ণ নরুনের মতো। যাকে নীরবেই প্রেম নিবেদন করা যায়। সেই তো আমার কৈশোরের সরস্বতী।
অলংকরণ-বিমল মণ্ডল
ধ্যানভঙ্গ
গাছেরা ছায়া ফেলছে আমাদের উপর। বাতাসও বইছে বেশ। আশ্বিনের গরমে পোয়াতি ধানের ক্ষেতের পাশে বসেছি। ওরাও এসেছে যথারীতি। সবাই ঘাসকাটার দল।
শরীরে পোশাক নেই। যা আছে তাও এলোমেলো। ফাঁকে ফাঁকে বেরিয়ে আসছে সেইসব গোলাপি চাঁদ।
একটা একটা ঢিল ছুঁড়ে দিচ্ছি।
হাসতে হাসতেই লুটিয়ে পড়ছে পূর্ণিমা।
আমি নিজের ভেতরে ধূপধুনো জ্বেলে ধ্যানভঙ্গ শিব। ধুলোমাটি মাখা শরীরে জেগে উঠছে অলৌকিক ঘ্রাণ । ওরা যেন একগুচ্ছ দুর্গা। পৃথিবী আমার কৈলাশ।
অলংকরণ-বিমল মণ্ডল
সম্মতি
শীত ছুঁয়ে যাচ্ছে শিরশির। জলে নামতে ভয় করে। ঝুঁকে দেখি, মাছেরা ছুটছে তিরতির। কাচের মতো জলে।
হঠাৎ ঢেউ ওঠে । কে কলস ভাসায় ?
কোঁকড়া চুল মাথাভর্তি । গামছা ঘাড়ে। জলে নামে। চেয়ে থাকি তার শুভ্র হাসির মউজে।
ভেজা শাড়ি । লেপ্টে যায়। অঙ্গ প্রতিঅঙ্গ কথা বলে। ওকেই প্রথম ছুঁই। ডুব মারি। জলের তলায় স্বপ্ন রেখে।
তারপর ঝড় বয়ে যায়।
কতদিন পর তোমাকে পেলাম আবার !
ও শুধু হাসে । ওর হাসিতে মুক্তো ঝরে যায়।
অলংকরণ- বিমল মণ্ডল
প্রথম দুর্গা
শরতের এই সকালে নিশ্চুপ একাকী। চিঠির কোনো জবাব আসেনি। ডাইরির সাদা পৃষ্ঠাগুলি কাশফুলের মতো উড়ছে। মনের আকাশে নীল মেঘ। ছেঁড়াখোঁড়া সাদা দুঃখ ভেসে বেড়াচ্ছে। শব্দগুলি বিরহী বকের মতো আনাগোনা করে।
- আসব ?
দরজার ফাঁক দিয়ে দেখি আলতা পরা পা দুখানি। নিক্কণ থেমে আছে। মন মাঝি ডাক দেয় : আজ তবে এলে!
অলংকরণ- বিমল মণ্ডল
অচল ঘড়ি
হাতঘড়িটার অনেক বয়স বলে সময় ও এলোমেলো করে দেয়। নিজের হাত দুটিকে একটি ছোট কাঁটা, একটি বড় কাঁটা মনে হয়। বড় কাঁটাটি প্রাণপণ চেষ্টা করে এগিয়ে যেতে, কিন্তু পারে না। তার কাছে এক একটি ঘর ধর্মের, সম্প্রদায়ের, সমাজের। পাক খেতে খেতে নিজের কাছেই পড়ে থাকে। ছোট কাঁটাটি নড়তেই পারে না। ওকে কেবলই রাষ্ট্রদ্রোহী মনে হয়।
- দুটি কাঁটা কে কার পেছনে পেছনে যায় তবে?
- বোঝা যায় না।
সবকিছু মানতে গিয়েই এরকম স্লো হয়ে চলতে থাকে।
অপ্রকাশিত লেখা পাঠান
অভিমত জানান
bimalmondalpoet@gmail. com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন