লেবেল

শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ৯।। বাবা — রঞ্জিত মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


                 ।।  প্রতিদিন বিভাগ।। 

           ।।  নভেম্বর সংখ্যা।। 

           ।।  বিষয় - বাবা— ৯।।



বাবা 

রঞ্জিত মুখোপাধ্যায় 


জড়িয়ে বুকে অপার স্নেহে,
আদরের নামে ডেকে;
এক আকাশ ভালোবাসা বুকে যার থাকে।
জীবন পথে চলতে শেখায়,
পড়ে গেলে আবার উঠায়।
ভয় কি বুড়ো আমি তো আছি,
সব সময়ে সাথে।
তাকিয়ে দেখি হাতটি আমার 
ধরা বাবার হাতে।

ন‌ই তো খোকা বাবা আমায়,
বুড়ো বলে ডাকে।
যা দরকার বাবা আমার,
সব খবর‌ই রাখে।
কষ্টগুলো সব চাপা থাকে,
বাবা তবু হাসি মুখে।
নিজের জন্য চায়না কিছু‌ই
শুধু বলে 'বুড়ো বড় হ তুই।
পাইনি তাপ কেটে গেছে দিন,
শুধু পেয়ে পেয়ে বেড়ে গেছে ঋণ।
স্বপ্ন যা কিছু ছিল গো বাবার,
পূরণ করতে হবে যে এবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন