লেবেল

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ৭।। আমার বাবাই — মানস মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

    


                 ।।  প্রতিদিন বিভাগ।। 

           ।।  নভেম্বর সংখ্যা।। 

           ।।  বিষয় - বাবা— ৭।।



    আমার বাবাই

   মানস মুখোপাধ্যায় 


দেয়ালে টাঙানো আমার বড্ডো ভালোবাসার বংশ প্রদীপ জ্বালানোর সলতে ।হামাগুড়ি দেওয়া ছবিটা দেখে দেখে শুধুই চোখের তৃষ্ণা মেটাই ।অশ্রুজল পড়ে না মাটিতে বুকের কষ্ট আমার পাঁজর জলাধারে শুধুই জমতে থাকে!পাই না তার শৈশবের গন্ধ ওড়া নিভিয়া মাখানো নরম শরীরের স্পর্শ! ভালো শিক্ষার জন্য আজ সে আমার থেকে বহুদূরে ।বছর ঘুরতেই আবার এসে মায়ামাখানো স্বরে বলবে --বাবাই আমি এসেছি।আবার আমরা মান অভিমানের খেলা খেলবো,হাসবো,খুনসুটি করবো , বেড়াতে যাবো --একটি মাস যেতে না যেতে শিক্ষার নতুন অধ্যায়ের অ্যালার্ম বাজতেই ,গুরুকুলে যাওয়ার সময় কাঁচুমাচু মুখে মৃদু স্বরে আমার পিছনে দাঁড়িয়ে বলে--বাবাই আমি চলে যাচ্ছি।অন্যমনস্ক আমি ঘুরে জড়িয়ে ধরে ভেজা চোখে আদর করে বললাম --বাবু চলে যাচ্ছি বলতে নেই,বলো -আসছি ।বুকফাটা কষ্টে আমার দু'চোখ ভিজে যাচ্ছে। তবুও অশ্রুজল মাটিতে স্পর্শ করছে না! ফোঁটা ফোঁটা অশ্রু জলে ভরে উঠছে আমার পাঁজরের জলাধার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন