।। প্রতিদিন বিভাগ।।
।।জুন সংখ্যা।।
।।বিষয় -' রথযাত্রা'—৬।।
কে যাবি আয় রথের মেলায়
দীনেশ সরকার
কে যাবি আয় রথের মেলায় আয় রে ছুটে আয়
রথের রশি টানতে হবে লগন বয়ে যায়।
জগন্নাথ আর বলভদ্র সুভদ্রা মাঝখানে
উপবিষ্ট আজ যে রথে মাসির বাড়ির টানে।
পৌঁছে দেবো মাসির বাড়ি টেনে রথের রশি
ধুয়ে যাবে পাপ সবই ভাই রশিতে হাত ঘষি।
উল্টোরথে ফিরবে তারা আবার রথেই চড়ে
রথতলাতে রথের মেলা চলবে ক’দিন ধরে।
রথের মেলায় ভারী মজা চল্ রে নেবো লুটে
করিস্ নে আর দেরী তোরা আয় রে সবাই ছুটে।
জিলিপি আর পাঁপড় ভাজা খাবো খাস্তা গজা
নাগরদোলায় দুলবো সবাই হবে ভারী মজা।
পুতুলনাচ আর ম্যাজিক শো-ও দেখবো দুচোখ ভরে
রথের মেলায় খুশি-মজা পড়বে শুধুই ঝরে।
কত কি যে কিনবো সবাই রথের মেলা থেকে
আষাঢ় মাসে রথের মেলা যাচ্ছে যে ওই ডেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন