লেবেল

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -১৭।। শৈশব — সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -১৭।।




শৈশব 

সোমা চক্রবর্তী

ভোর হতেই ভটভট আওয়াজে ঘুম ভাঙে পিলু'র। মনে পড়ে আজ তো ঘোষ-পুকুর ছেঁচা হবে। উঠেই দে ছুট! মা'র চিৎকার পিছনে ফেলে ছুটে আসে পুকুরের কাছে। এই মেশিন দিয়ে জল তোলা দেখা তার খুব  প্রিয়। বাকি, সাঙ্গ-পাঙ্গদের সাথে পুকুরের পাড়ে নেমে সাদা জামরুল  আর লাল জামরুল কুড়োনোর ধুম।জল সরে যায়, পুকুর কাটা হবে।এখন পাঁকের মধ্যে হুটোপাটি, কুচো চিংড়ি আর মৌরলা ধরার পালা।  বড়ো মাছ আগেই ধরে বিক্রী হয়ে গেছে।জামা ভর্তি জামরুল আর মাছ-চিংড়ি নিয়ে পাঁক মাখা গায়ে বাড়ি ফিরলো পিলু। জানতো কপালে আজ দুঃখ আছে।কাদামাখা  মূর্তি দেখে, মা তো রেগে আগুন! কিন্তু কিছু বলতে গিয়েও, চুপকরে গেলো। বললো সাবান মেখে ভালোকরে চানকরে আয়। পিলু ভাবে মা'র হলো কি আজ!? ভাতের পাতে মৌরলা'র টক, চিংড়ি'র তরকারি।অভাব বকুনি ভুলিয়ে দেয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন