।।প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। বিষয় - স্বাধীনতা - ৪।।
এ দেশ
শান্তনু ঘোষ
আমার একটা দেশ আছে
আমার দেশের ঐতিহ্য আছে
আমার একটা পতাকা আছে
যে পতাকাতলে নত করি মস্তক
যে পতাকা উত্তোলন করার সময় তোমারও কণ্ঠ থেকে বেরিয়ে আসে বন্দেমাতরম ধ্বনি;
একটা গোটা দেশের পতাকা যখন গোটা দেশের মানুষের হয়, আমাকে বলো,
মানুষের প্রতি ভালোবাসা তোমার কোথায়?
একই চোখে মানুষকে দু'রকম ভাবে দেখার কি অর্থ?
আমাকে বলো, দেশকে ভালোবাসলে তো দেশের মানুষকে ভালবাসতে হয়,দেশ আর দেশের মানুষ কি আলাদা?
বলো, আমি কী ভুল বলছি, দেশদ্রোহী?
আজ ১৫ই আগস্টের প্রাক্কালে প্রশ্ন আমার, আমাকে বলো,
কাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা,বলো?
এ দেশ এমন ভালোবাসায় বিশ্বাসী কবে থেকে হলো!
✍️ জয় ভারত।বন্দেমাতরম।🙏
উত্তরমুছুন