লেবেল

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —১১।। গলি থেকে রাজপথ — দীপক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




।।  প্রতিদিন বিভাগ।। 

।। নভেম্বর সংখ্যা।। 

।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —১১।। 



গলি থেকে রাজপথ

দীপক বন্দ্যোপাধ্যায় 

গলি ও রাজপথে বাতিকস্বভাব নিয়ে ঘোরেফেরে ব্যর্থ প্রত্যাশারা । ভোরের শব্দহীন গলিপথ যতখানি ফাঁকা, তার থেকে তাকে যেন আরও বেশি ফাঁকা মনে হয় । নিশুত রাতের নির্জনতায় গলি ও রাজপথ নিশুতি ছায়ায় ঢাকে নিজেদের । নির্বাক-নিস্তব্ধতায় নিরাকার ব্যর্থ প্রত্যাশারাও হাওয়াশরীর মেলে ফাঁকা ফাঁকা গলিপথ ও রাজপথের নিশুত-নিরালায় ভেসে ভেসে ঘুরেফিরে আসে-যায় অস্ফুট হাওয়ায় হাওয়ায় । কখনো নৈ:শব্দ ভেঙে ফাঁকা রাজপথ ধরে ইতস্তত ছুটে যায় এক-আধটা গম্ভীর শব্দ তোলা রহস্যগাড়ি । কাশির শব্দ ক'রে দৈবাৎ নির্জন গলিপথে নি:সঙ্গ হেঁটে যায় দু'-একটা অবাকমানুষ । এসবে ভ্রুক্ষেপ  না-রেখে ব্যর্থ প্রত্যাশারা গলি ও রাজপথে হাওয়ার স্বভাবে ঘোরেফেরে নিষ্ফল উদাসীনতায় । ভোরে ও নিশুত রাতের নেমে আসা নিরালা-নির্জনতায় গলি ও রাজপথ আরও বেশি ফাঁকা মনে হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন