লেবেল

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -৫।। সুবিচার চাই — রবীন বসু।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -৫।।




সুবিচার চাই 

রবীন বসু 


আমাদের সামনে নেকড়ে পিছনে শৃগাল 

ওরা নারীমাংস ছিঁড়ে ছিঁড়ে খায় রাতে,

ওদের দাঁতে রক্তদাগ জিভে লালসা-রস 

ওরাই আবার সুসভ্য ভদ্র পরদিন প্রাতে!

স্বপ্ন ছিল হবে একদিন মস্তবড় ডাক্তার 

রোগীসেবায় নিজেকে দেবে উজাড় করে, 

ভয়ানক দিন এসে গেল যেন আজ রাতে 

লাঞ্ছনা শেষে মৃত্যু বিছানায় আছো পড়ে।

দলতন্ত্র আর কায়েমি স্বার্থ দুর্নীতি ঢাকতে

তোমাকে ওরা বলি দিল ভয় পাওয়াতেই, 

সুবিচার চেয়ে লক্ষ নারী মধ্যরাতের পথে  

ভীত যে কায়েমি স্বার্থ জাস্টিস চাওয়াতেই।

রক্ত চক্ষু শমন ধরায়, প্রমাণ লোপাট করে 

আদালতে শুধু শুনানি চলে দীর্ঘ সময় ধরে,

তোমার মৃত্যু সুরাহা হল না, সন্দেহ হয় গাঢ় 

বিচার চেয়ে মানুষ তবুও পথে নামে প্রগাঢ়!

শকুন আর শৃগালেতে ভরে গেছে ঝোপঝাড় 

নেকড়ের থাবা গুঁড়িয়ে ভাঙো তার যত বাড়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন