লেবেল

বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -৬।। প্রতিবাদী মুখ — অজিত বাইরী ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -৬।।




প্রতিবাদী মুখ   

  অজিত বাইরী  



শ্বাপদেরা দিনদুপুরে ঘুরে বেড়ায় 

পাড়ায় পাড়ায়, রাত্রিকালে 

বেছে বেছে তুলে নিয়ে যায় সুন্দরী রমণীদের

ভোগ করে ফেরত পাঠায় ভোরে।

এতদিন যারা লজ্জায় ঢেকে ছিল মুখ

 তারাই এখন প্রতিবাদী মুখ,

সামনে এসে দাঁড়িয়েছে আগুনের নুড়ো হাতে।

পোষ্য বুদ্ধিজীবী, যারা তাড়িয়েয়ে তাড়িয়ে উপভোগ করছিল দুর্বৃত্তদের নারী- সম্ভোগ,

তারা এখন নেংটি ইঁদুর, গর্তে নিয়েছে আশ্রয়;

মাঝে মাঝে চোখের খড়খড়ি খুলে দেখে নেয়

পরিবেশ কতটা অনুকূল, কতটাই বা অগ্নিগর্ভ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন