লেবেল

শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

।প্রতিদিন বিভাগ।। ।। আগষ্ট সংখ্যা।। ।। বিষয় - স্বাধীনতা - ১৬।। স্বাধীনতা !! —গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




      ।।প্রতিদিন বিভাগ।। 

      ।। আগষ্ট সংখ্যা।। 

  ।। বিষয় - স্বাধীনতা - ১৬।।



স্বাধীনতা !!

গোবিন্দ মোদক 

হৃদস্পন্দন-নিঃশ্বাস জুড়ে আমাদের স্বাধীনতা, 
দিগন্তজোড়া মুক্ত আকাশ খোলা মনের খাতা। 
নানা ভাষা-ভাষী ও সংস্কৃতি জুড়ে যে স্বাধীনতা, 
সমাজ-রাজ্য-দেশের মাথায় রাজনৈতিক ছাতা।

কতো মতামত কতো যে পোশাক তবু এক স্বাধীনতা, 
মিশে আছে এতে শত শহীদের কতো গৌরবগাথা। 
স্বাধীনতা মানে দৃপ্ত চলন, স্বাধীন কথা বলায়, 
স্বাধীনতা হলো স্ব-অধীনতা, ইচ্ছা মতো চলায়। 

স্বাধীনতা সেই রঙিন আবির তিনটি রঙে আঁকা, 
আকাশের বুকে পত-পত ওড়ে মেলে দিয়ে তার পাখা। 
স্বাধীনতা সেই আমার তোমার, আর যে তোমাদের, 
এই স্বাধীনতা অর্জনে হায় ! রক্ত ঝরেছে ঢের ! 

কবিতা-গানে-মন্ত্রোচ্চারণে বেজে ওঠে স্বাধীনতা, 
স্বাধীন দেশের মুক্ত বৃক্ষ মেলে যে সবুজ পাতা।
মাভৈঃ মন্ত্রে যুবক যে গায় স্বাধীনতার গান, 
বিপ্লবীদের আত্মাহুতিতে এ বড়ো ব্যথার দান !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন