।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ৮।।
আমার রবীন্দ্রনাথ...
বিকাশরঞ্জন হালদার
পাড়াগাঁ'র মোহিনী আলো হাসিমুখে কাছে এসে দাঁড়ায়, বৈশাখের হাত'টি ধরে।তুমি জেগে ওঠো যেনো ধ্যান-মধুর হৃদয়-বিমোহন। উড়ে আসে দূরান্তের আমন্ত্রণ। আকাশের নীল মিশে যায়, সাগরের বুকে। সে তো তোমার'ই সুরে! যেনো-" বাঁশিতে ডেকেছে কে..." ধুলো-ময়লা জীবন তোমাকে ভালোবাসে ঠাকুর। মানুষের একটা নিজস্ব অন্তর থাকে ভালোবাসবার। আমার ভালোবাসার ধন, তোমাকে আমি ভালোবাসি! তোমার বিস্ময়কর জীবন, আমাকে প্রতি মুহূর্তে শিক্ষিত করে তোলে। তোমার থেকেই তো শিখেছি 'সময়'! শিখেছি তা নষ্ট করতে নেই। শিখেছি 'ধৈর্য'। যেভাবে ধরেছো তুমি অফুরন্ত কাল!
জেগে উঠুক আমার বাউল, অদৃশ্যত ঐ একতারাটা হাতে নিলাম কবি! রেশম-পেলব যাপন না'ই থাক, যেনো দেহাতী মানুষের মাঝে বয়ে যায় দিন আর দিনান্ত আমার! তাম্র-করতলে ভরে উঠুক শুধু ভালোবাসা, তোমার-আমার-আমাদের। অন্ধ চোখে আলো, সে তো তুমি'ই দিলে বারবার!
প্রভু আমার... প্রিয় আমার... আমার রবীন্দ্রনাথ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন