।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ১২।।
যদি ঠাকুর রবীন্দ্রনাথ না হ'তে
বিকাশ ভট্টাচার্য
স্কুলফেরতা নুরুন্নেসার বাল্যকালও যেদিন
আমবাগানে খুন হয়ে গেল, সেদিন আমার
'কাবুলিওয়ালা'র খোঁকিকে মনে পড়ছিল খুব
নেতাজী সুভাষ বসুর বাড়ির ভেতরে যারা
বেলাগাম ঢুকে
গৃহস্থদের ঘরছাড়া করার হুমকি দিচ্ছিল
সেদিন লালমুখো ব্রিটিশদেরই মনে পড়ছিল
কাঁটাতারের বেড়া টপকে
যেদিন এক দেশব্রতী সেনার কাটামুণ্ড
এপারে ছুড়ে ফেললো ওপারের জল্লাদ
মুহূর্তের জন্যে হ'লেও সেদিন মহাত্মা গান্ধীর
শেষ আক্ষেপটিও যেন স্বকর্ণে শুনলাম : হে রাম!
আমার কেবলই মনে পড়ে রানাঘাটের বৃদ্ধা
সন্ন্যাসিনীকে। মনে পড়ে
বিষঘুমে ঢলে পড়া চোলাই মদের ঠেকে
মরা মুখগুলো আর
দুর্নীতির চওড়া থাবার নিচে আটকে পড়া
স্বপ্নালু চোখের নিচে কালসিটে দাগ
তুমি যদি ঠাকুর রবীন্দ্রনাথ নাহয়ে
হ'তে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি তবে
প্রত্যেকটা লাইটপোস্টে প্ল্যাকার্ড টাঙাতাম
আর লিখে দিতাম দুটো সাদা কথা :
লাইটপোস্টে হাত দেবেন না কেউ। কারণ
নামকরা দুর্নীতিবাজরা এখানে লটকে আছে
ঠাকুর রবীন্দ্রনাথ
তুমি স্বপ্ন দিয়ে তৈরী স্মৃতি দিয়ে ঘেরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন