।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। উৎসব বিষয়য়ক- ১৯।।
হাইফেন
সোনালী জানা
এসো স্বাক্ষর করি।
এ চুক্তিপত্র আমাদের ধূসর মৃত্যুর !
ওই যে তপস্যায় নীল হতে থাকা
খুদে মশাটার মতোই একদিন
কানের পাশ দিয়ে উড়ে যাবো দ্রুত,
নিঃশব্দ দংশন কিংবা ভনভন ছাড়া
দুপক্ষের কোনো স্বাভিমান থাকবে না!
এরপরও যদি মনে পড়ে যায়
বাকি থেকে গেছে কিছু ব্রহ্মজীবন,
কোনো এক আপসসন্ধ্যায়
বসবো স্বাতী নক্ষত্রের মুখোমুখি।
শেষ আলোয় মিলিয়ে নেবো মৃদুক্ষোভ
আর অবশিষ্ট লাভক্ষতির বহর...
তারপর সেই বাড়ি ফেরার পালা।
যেতে যেতে একেবারে শেষটানে -
এঁকে রেখে যাবো এক দীর্ঘ হাইফেন !
খুব সুন্দর লেখা পড়লাম
উত্তরমুছুন