লেবেল

শুক্রবার, ১০ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ১০।। অশেষ করেছ হে - শুভ্রাশ্রী মাইতি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





।  প্রতিদিন বিভাগ।। 

   ।। মে সংখ্যা।। 

।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ১০।।




অশেষ করেছ হে

শুভ্রাশ্রী মাইতি

তোমার থাকা, না-থাকার মাঝে
অস্তিত্বের সুতো হয়ে দুলতে থাকি রোজ

যে পাখির গান স্পর্শ করে যায় চোখ; দেখি, 
সে ও গীতবিতানের নরম আলো কোন
সঞ্চয়িতারোদ ছড়িয়ে পড়ে সারা উঠোনে
উঠোনও কবিতা হয়; ধানিরঙা মাদুর
তাতে শোকশাক মেলে দিই কিছু, কিছু
ভিজে যাওয়া বেদনের আনন্দখড়

তোমার শব্দ, অক্ষর অমলতাস বাতাস হয়ে
খুলে দেয় সব অমলের জানালা; শুদ্ধ স্বর 
ঢোকে কতদিনের আত্মার আত্মীয় যেন,
কিছু পড়শি গান্ধার; আধচেনা কোমল ধৈবত

মা সহজপাঠের ফরাস পেতে বসতে 
দেয় তাদের; জলবাতাসা, লাল ডুরে গামছাও
আমি মন দিয়ে তোমার গান তুলি; হে বৈশাখ,
আমার অনন্ত হয়ে আসা হারমোনিয়ামে অবিরত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন