।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৬।।
অন্য দোল
মনীষা বন্দ্যোপাধ্যায়
কখনো দিইনি তোমার দুগালে রঙ
ভাবিনি কখনো বলবো প্রাণের কথা
তবুও কোথাও লুকানো হীরের মতো
মনে জেগে থাকে চেনা এক নীরবতা।
মৌন ভাষার শত শত সংলাপ
বলতে যে হয় ,বুঝেছি অনেক পরে
তখন নদীতে কোন ঢেউ বেঁচে নেই
এ জীবনে প্রেম রয়ে গেল অন্তরে।
ভাগ্যি আছে তা স্বপ্নসুরভী মেখে
কোন কোন দিন চাঁদের আলোর সাথে
কিশোর বেলা ফিরিয়ে নিয়ে সে নামে
স্বর্গীয় এক অনুভবে মন মাতে।
মৌন বলেই আজও বেঁচে দ্বিধাহীন
আমার কাব্য সেই রঙে রেঙে ওঠে
তীর্থদা সে তো স্বপনেই ঘোরে ফেরে
তার কথা ভেবে নব পারিজাত ফোটে।
হে পাঠককুল! জানতে চেওনা যেন
বনলতা যদি বিভোর জীবনানন্দে-
নীরার গল্প সুনীল আকাশে আছে
তীর্থদা নয় থাকুক আমার ছন্দে।
রঙে রঙে আজ ভরুক দোলের দিন
সব রঙে যেন মিশে থাকে ভালোবাসা
পৃথিবীর সব রঙ মিশে যাক প্রাণে
রাঙাবো সে মন! যেখানে হারায় ভাষা!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন