লেবেল

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —৭।। আমার মায়ের ভাষা — অলোক চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



         ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —৭।।



আমার মায়ের ভাষা

অলোক চট্টোপাধ্যায়


আমার মায়ের ভাষা বুকে নিয়ে ফুল ফোটে

পাখিরা আকাশে মেলে ডানা। 

আমার মায়ের ভাষা ঢেউ তোলে গঙ্গা পদ্মা

ইছামতি মেঘনার জলে।

আমার মায়ের ভাষা প্রভাত শঙ্খের ধ্বণি

সন্ধ্যা দীপ তুলসী তলায়।

আমার মায়ের ভাষা সারী জারি ভাটিয়ালি

আগমনী বাউলের গানে।

বড় নম্র, বড় মৃদু  - ঠিক যেন আমার মায়ের

ভালোবাসা মাখা।


তবুও সে ভাষা জ্বলে অঙ্গীকারে, প্রত্যয়ে, শপথে

আমার মায়ের ভাষা রক্ত মাখে আটই ফাল্গুনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন