লেবেল

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —২।। উত্তরাধিকার — দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



         ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —২।। 




উত্তরাধিকার

দীপক বেরা



স্মৃতির গলিতে আজও কৃষ্ণচূড়ার লাল
রাজপথে বর্ণমালা রক্তমাখা সারাবেলা
শহীদের হৃদয় রাঙানো ভাষাভুবনে 
বুলেট, বেয়নেট নতজানু
হায়নাদের কৌশলী সঙ্গম শেষে 
কিছু মৃত্যু প্রসবিত হল
এইসব মৃতেরাই নির্বাক চোখে 
সে কথা শোনায়— ভাষা তার নীরবতা 
শিরায় শিরায় রক্তের স্পন্দনে, হৃদয়ের বন্ধনে
বাঁচার মন্ত্রে চুকাবে মাতৃঋণ
চেতনার সংরাগে উদ্বুদ্ধ প্রাণ 
কারও সহানুভূতির ভিক্ষাপাত্র নয় 
মাতৃভাষার নিজস্ব স্বরগ্রামে আলোর আলিঙ্গনে
গলি থেকে রাজপথে বাজে—
মাতৃভাষা আমাদের একমাত্র উত্তরাধিকার... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন