।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৩০।।
দেশ আমার মা
কৃষ্ণা সাহা
ভারত আমার মা--
ধর্ম নিরপেক্ষতা যার সবচেয়ে দামী গহনা,
যে দেশে সকাল হতেই মন্দিরে ঈশ্বর জাগে,
ঘন্টা বাজে, কাসর বাজে, ধূপ ধুনোয় আসর সাজে ;
মসজিদে শোনা যায় আজান-
জেগে ওঠে তারাও ঘুমিয়ে ছিল যাদের প্রাণ!
গির্জায় প্রার্থনার সুরে দুলে ওঠে আকাশ বাতাস ;
কিছুক্ষণ মৌনতায় মিশে যায় সন্ত্রাস!
এমন দেশে জন্ম নিয়ে ধন্য আমার প্রাণ-
তাই তো- বুক ফুলিয়ে গাইছি দেখো মহা মিলনের গান।
তবুও কিছু সুবিধাবাদী যখন তথাকথিত ধর্ম নিয়ে লড়াই করে-
নিজেও মরে আর মারে কিছু নিষ্পাপ প্রাণ ;
তাদের বলি- পারবে তো বাঁচাতে নিজেকে ছুটলে বিধাতার বাণ ?
এ জীবন ঈশ্বরের দান- তাই নত হতে শেখো,
একটু বিবেক বোধ বাঁচিয়ে রেখো শেষ দিনের জন্য ;
আজ যে কথা খুবই নগণ্য কাল সেটাই বিরাট রূপ নেবে-
কে অমর হয়েছে বলোতো একবার যে জন্মেছে এই ভবে ?
গন্তব্য কিন্তু একটাই হিসেবও দিতে হবে কড়ায় গণ্ডায়,
কে চড়তে চায় শূলে মিছেমিছি পাপের বোঝা বাড়ায়ে ?
পেয়েছো এই অমৃত জীবন অনেক সাধনার পর,
হিংসা-দ্বেষে লিপ্ত হয়ে কেন তবে নিজেকে প্রমাণ করছো জড়!
শেখাতেই যদি হয় ভালোবাসতে শেখাও ;
একে অপরের হৃদয়কে আলিঙ্গন করে তো দেখাও!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন