লেবেল

রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -২৩।। শেষের শুরু — সন্দীপ রায়.।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




উন্মুক্ত কবিতা -২৩



শেষের শুরু

সন্দীপ রায়


আমাদের জীবন থেকে একটি একটি করে

পালক খসে গেছে ঝরা পাতা হয়ে। 

জীবন হারিয়ে গেছে জীবনের  বিপরীতে। 


এবার জেলেদের জাল গোটানোর কথা 

টানা জালে লিপিবদ্ধ অনেক মৃত মাছের চোখ 

অস্বচ্ছ চোখে ঘোলাটে বেহিসেবি চাহনি ।


যেন শতাব্দীর কোনো ধ্বংসস্তূপের জীবাশ্ম 

ইট খসা দেয়াল লম্বা বটের ঝুরি

মাটি ছুঁয়ে নিজেই অখণ্ড সাম্রাজ্যের দাবিদার। 


জেলেদের জালে ধরা মাছ বাজারের থলিতে ঘুরছে 

সংসারের যাবতীয় আয়োজন শেষ হলে

গৃহিনীর চাবির গোছা আঁচলের বাঁধন ছিঁড়ে 

দেয়ালের পেরেকে ঝুলছে, ঝুলবে রাতভ'র --


কাল সকাল হলে আবার যে শেষের শুরু ...

                  

২টি মন্তব্য: