লেবেল

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন -২৬।। ঋতুবোধ — অশোক রায়৷।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



শরতের আগমন -২৬


ঋতুবোধ 

অশোক রায় 

মনের মনিকোঠায় আমার একটা

ঋতুবোধ পত্রিকা আছে

যখন পাতা ওল্টাই

ইচ্ছেমত শীত গ্রীষ্মর দল উঁকি দেয়

হোক নিম্নচাপে ঘোর বর্ষা, 

হোক না শরতের আসমানে অকাল বজ্রনিনাদ

আর যখন ভালো লাগছে না

তখন ঋতুবোধ নিয়ে আসে

ভালোলাগার নীল, কাশের বন

সাদা মেঘের পাঁতি, উজ্জ্বল রোদ 

আবাহনে মা আসেন ঘরে

উৎসবের ঢাকে উদ্দাম কাঠি

ইলিশের স্বাদ জিভে জল

কুয়াশা মোছে আনন্দের ঢল

আমার শরৎ রইল আমার কাছে 

অন্তরে খুশি ছল ছল ছলাৎ...


                                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন