লেবেল

শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা —২০ ।। স্বাধীনতা — স্মৃতি শেখর মিত্র।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




স্বাধীনতা বিষয়ক কবিতা —২০



স্বাধীনতা

স্মৃতি শেখর মিত্র


হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আজ বিপন্ন। দুর্নীতি,
স্বজনপোষণ, ধর্মান্ধতা, মানুষের স্বাধীনতাকে খর্ব করেছে। স্বাধীনতার দীর্ঘ সময় পরে
দরিদ্র আরও দরিদ্র হয়েছে। মানুষের ক্ষুদ্র 
স্বার্থ ও লালসার শিকার আজ বহু মানুষ।
হাজার হাজার মানুষের সম্পদ আজ
লুন্ঠিত। মহিলাদের নিরাপত্তা নেই বললেই চলে।
সামাজিক চিত্র আজ ধূলি ধূসর। বেকার আজ
চির বেকারের খাতায় নাম লিখিয়েছেন।যোগ্য
মানুষের দাম নেই কানাকড়িও,অযোগ্যরা
সম্মানিত।মানুষে মানুষে সম্প্রীতি নেই বললেই চলে। ধর্মান্ধতা মানুষকে কুরে, কুরে খাচ্ছে।
কত নিরীহ মানুষ কিছু অবাঞ্ছিত মানুষের হাতে
প্রাণ হারাচ্ছেন।খুন,জখমের রাজনীতি মানুষের
জীবনে চরম অবসাদ বয়ে আনছে। রাজনৈতিক নেতারা স্বেচ্ছাচারিতায় মত্ত।তারাই মানুষের 
দন্ডমুন্ডের কর্তা।ডিজে পার্টি আজ পথ চলতি
মানুষকে ধাওয়া করে ফেরে।রাত কাটে নির্ঘুম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন