লেবেল

বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় —১৭।। রাজা — হীরক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





কবিতায় বর্তমান সময় —১৭


রাজা   
হীরক বন্দ্যোপাধ্যায় 

রাজা রাজাই থাকে একথা ভুললে চলবেনা 
পোষাকটা পাল্টা য় শুধু, বহিরঙ্গে
অন্তরঙ্গে সেই ফল্গুধারা, বিজ্ঞাপনে দেখা মানুষটাকে 
ভুল ভাবলে চলবে না 
প্রতিপক্ষকে হারানোই তার কাজ
দশটা পাঁচটা নয়  ...মসনদ....একবার দখল তারপর
তো পাঁচ বছর কাশ ফুটুক না ফুটুক পুজোর পুরিয়া
ধানেশ্রী, আসলে যে যেভাবে  দেখে 
কেউ বলে মনরে কৃষি কাজ জানো না
আবার  কেউ বলে শুধু  কাজ আর কাজ
তোমার মন নাই  অ হল্যা  ...

আসলে রাজা রাজাই থাকে পোষাকটা 
শুধু  পাল্টা য় সে গৌতম ই হোক আর দুর্বাসা 
অর্জুন  কিংবা দুর্যোধন, অন্তরে সেই ফল্গুধারা 
বিনা যুদ্ধে  নাহি দেব ...
খুব কম রাজাই পারে প্রজাদের হাতে থেকে হাতে
ইস্তেহার, নিশানের  মতো ঘুরতে ....... 

1 টি মন্তব্য: