লেবেল

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ —১৪ ।। নববর্ষ — অরুন ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





বাঙালির নববর্ষ —১৪



নববর্ষ

 অরুন ভট্টাচার্য 

সুখের মাঝেই যাওয়া আসা ,
ফিরে গেল পয়লা বৈশাখ ।
বর্ষবরণ টেলিভিশন কিংবা অন্য কোথাও।

 আমার বাস্তটুকু জবরদখলের প্রক্রিয়া চলছিল
ক্ষমতার কারিগরিতে 
তবুও কবিতা লিখেছি - পাতাঝরা কথায় 
কালবৈশাখী আমার উঠানজুড়ে..

একটু আগেই নীল সাদা এম্বুলেন্সটা 
                                       চলে গেল 
সাইরেন বাজিয়ে
 হয়তো তোমাকে নিয়েই।

২টি মন্তব্য: