বাঙালির নববর্ষ -১৩
ওই আসে বৈশাখ
দুর্গা শংকর দাশ
ঐ আসে বৈশাখ,
আসে নব বরষে।
মনে জাগে হিল্লোল,
নবীনের পরশে।।
ব্যবসায় মহরত,
নতুনের উৎসব।
নব নব চেতনা,
ব। আসে নব অনুভব।।
বৈশাখ সাথে আনে,
বৈশাখী ঝঞ্ঝা।
ভয়ে বুক দুরুদুরু,
কেঁপে ওঠে পাঞ্জা।।
প্রখর তাপের দাহ,
চারদিকে হাহাকার।
গ্রীষ্মের খর তাপে,
।পৃথিবীটা ছারখার।
দেখে যেন মনে হয়,
নিশ্চুপ চরাচর।
রুদ্র বৈশাখে আজ,
ধরাধাম জর্জর।।
এত তাপ তবুও তো,
মন ভরে খুশিতে।
নতুন বছর এলো,
বৈশাখ মাসেতে।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন