অণুগল্পে বসন্ত —১০
বসন্ত বিলাপ
দেবাশীষ মুখোপাধ্যায়
এখন তুমি অন্য ঘর।অন্য বৃত্তের কেন্দ্র ,পরিধি তোমার। যাতায়াতের পথে দেখা হয়। কখনো বারান্দায় দাঁড়িয়ে থাকো, কখনো বা বাগানের গাছে জল দাও। অবজ্ঞার ভ্রুকুটি প্রেমের চিতা সাজায় রোজ।
মোড়ের মাথায় পলাশ গাছটা এখনো দাঁড়িয়ে আছে সেই সেদিনের মত। যাতায়াতের পথে একবার তাকাই।রাগ হয় খুব। একটা জ্বলুনি বুকের ভেতর ওকে দেখলেই।
ভোর রাত থেকে ঝরে পড়া ফুল কুড়িয়ে মালা গেঁথেছিলাম তোমার জন্য সেদিন।লাল আগুনের মালা যেন! তোমার প্রশ্রয়ে সাহসী আমি সেদিন ঐ মালার আগুন তোমার সারা শরীরে মাখিয়ে দিয়েছিলাম প্রথম অনুভূতির দামালপনায়। তোমার বাড়ির ছাদে তোমাকে আবিস্কারের সেই স্পর্শ আজও আমার হাতে, ঠোঁটে যেন বেজে ওঠে ঐ পলাশ ফুটলেই।
একা আমি আজও দোলের দিন ভোর হলে পলাশ কুড়াই।মালা গাঁথি।আর মালাটা তোমার বাড়ির দরজায় রেখে আসি তোমারই জন্য। পরে দেখি পাশের নালায় মালাটা পড়ে গুমড়ে কাঁদে!প্রতীক্ষার পলাশ করুণ সুরে বাজে এখন নোনা কান্নায়।

খুব ভালো লাগলো অণুগল্পটি। সুন্দর।
উত্তরমুছুন