লেবেল

শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

অণুগল্প বসন্তে- ৪ বসন্ত পদাবলী — রাজীব ঘাঁটী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অণুগল্প বসন্তে -৪




বসন্ত পদাবলী
রাজীব ঘাঁটী



ঝিরঝির করে বৃষ্টি শুরু হল , ইংরেজি বছরের প্রথম বৃষ্টি। পলাশ খুব ভালোবাসে বৃষ্টি। প্রিয়ার মনটা বড্ড খারাপ । আজ একবছর হল পলাশ চাকরি নিয়ে কাতার এ আছে। পলাশ বলেছিল খুব তাড়াতাড়ি ফিরে আসবে । কিন্তু সেই ভিডিও কল টুকুই ভরসা ।
কলেজের প্রেম , তারা এখনো এক হতে পারেনি।
বৃষ্টি আর শীত একাকার,মনের মানুষটি কাছে নেই, খুব মন খারাপ লাগছিল, ফোন করেই যাচ্ছে ।কোন উত্তর নেই। আরো কষ্ট পেল প্রিয়া।
পলাশ জানে সে ফিরছে । প্রিয়া বসন্ত ভালোবাসে , তাই সারপ্রাইজ দেবে পলাশ।আজ ১১ দিন কোন যোগাযোগ নেই ,অথচ রোজ ডে, চকলেট ডে,প্রোমিস ডে শেষ। পলাশ কখনো এমন করেনা কিছুতেই বুঝতে পারছে না প্রিয়া।ভ্যালেনটাইন ডে আজ  খুব মন খারাপ করে বিছানায় শুয়ে আছে প্রিয়া।
কলিং বেলের শব্দে ও বিরক্ত হচ্ছে।
মা বললেন দ্যাখ কে এল !
ধ্যাৎ ভাল্লাগে না...
প্রিয়ার রুমের দরজা ঠেলে দাঁড়ায় পলাশ।
আজ বৃষ্টি নেই বাইরে  ,ঝলমলে আকাশ
আজ যে পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে...








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন