লেবেল

রবিবার, ২৬ মার্চ, ২০২৩

লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত : শ্রদ্ধা ও স্মরণে ।। গদ্যে ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —৫ ।। লজ্জ্বা —সমাজ বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত : শ্রদ্ধা ও স্মরণে 


গদ্যে  ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —৫ 



লজ্জ্বা

সমাজ বসু


 সালটা ২০১৫,সম্ভবত সেপ্টেম্বর মাস। গন্তব্য ছিল কলেজ স্ট্রিট। বাস আর এগোয় না। বাস থেকে নেমে টেমার লেনে ঢুকতেই মনে পড়ল এক মন্দিরের কথা। সন্দীপ দত্তের লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র। 

বইমেলায় পরিচয় সেই সাহিত্যের পূজারীর সঙ্গে। এইভাবে মন্দিরে দেখা পাবো ভাবিনি। 

কিছুক্ষণ কথা বলার পর লজ্জ্বার মাথা খেয়ে তাঁর হাতে তুলে দিলাম মাত্র এক ফর্মার কবিতার বই -- "গাছ নদী ও মানুষের কবিতা।"

কথা থামিয়ে দিয়ে কবিতায় ডুবে গেলেন তিনি। আমাকে আরও লজ্জ্বায় ভাসিয়ে দিয়ে  কাব্যগ্রন্থের একটা শব্দ "খোজ"এ চন্দ্রবিন্দু বসিয়ে বললেন,আর কোন ভুল রইল না। 

লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ ও কবিতাসাধকের এই নিমগ্ন পঠনপাঠনে আমি বিষ্ময়াভিভূত। 

কারো জন্য সময়ের কোন প্রতীক্ষা নেই। সে আসবেই। এলো পনেরো- ই মার্চ দু'হাজারতেইশ। তিনি ঘুমিয়ে পড়লেন। নিঃশব্দে পাড়ি দিলেন অচিনপুরে। যাওয়ার আগে একটা ফুল,একটা প্রণাম রাখতে পারিনি তাঁর হিমশীতল পবিত্র চরণ ছুঁয়ে।

সেই লজ্জ্বা শুধুই আমার। যা প্রতিদিন কুরেকুরে খায় আমাকে।

লজ্জ্বা...



1 টি মন্তব্য:

  1. খুব সুন্দর লিখেছেন কবি। খুব ভালো লাগলো। অপরিসীম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন লিটিল্ ম্যাগাজিনের প্রাণপুরুষের কাছে।

    উত্তরমুছুন