লেবেল

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত : শ্রদ্ধা ও স্মরণে ।। গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি - ৪ ।। করবো বরণ — নির্মলেন্দু শাখারু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত : শ্রদ্ধা ও  স্মরণে 


গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি - ৪


 করবো  বরণ

নির্মলেন্দু শাখারু 


ছোটো হলেও কাজটি বড়ো

ভাবনি তাই ছোটো তাকে,

তুলে ধরো সবার মাঝে

লিটল্‌ ম্যাগ-এর সত্ত্বাটাকে।


মাথায় টুপি-- একলা হাঁটা

বুকে বাঁধা সেই শ্লোগান,

: "বাঁচতে দিও, বাঁচতে যে চাই

আমরা জেনো ভাষারই প্রাণ"!


তোমার লেখা এই কথাটি

শুনলে বুকে আজও বাজে,

যায় না ভোলা তাইতো তোমায়—

করব বরণ আলোর সাঁঝে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন