অণুগল্পে বসন্ত -২০
বসন্তে রঙ লাগলো
হীরক বন্দ্যোপাধ্যায়
এই বসন্তে বিয়ের পর সিমলা পাহাড় যে কি মনোরম বোঝানো মুশকিল৷ কী সুন্দর এই পাহাড়তলী।পরম বলে শেষ করতে পারবে না।ওদের হোটেলের সামনে দেয়ালঘেরা অন্তত বিঘে চারেক জমি।সাজানো বাগান ।অপরূপ সব ফুল ফুটে আছে ।
অদূরে ছোট একটা লেক,টলটল করছে জল।
সারারাত সে ঘুমোয়নি।এই ভোরবেলায় মৌনি এখনো ঘুমুচ্ছে ।সকালে এই পাহাড়ি পরিষ্কার বাতাস যেন সব ক্লান্তি হরণ করে নিচ্ছে ।
একটা বোগেনভিলিয়া গাছের আড়াল থেকে
পরম এগিয়ে এল।
কখন পিছনে এসে দাঁড়িয়েছে মৌনি।ঠোঁটে একটু কাঁপন।
পরম অবাক হয়ে মুখখানা দেখল।যেন এই সিমলা পাহাড়ের মধ্যে ফুটে ওঠা আরেকটি ফুল।
তুমি নাকি এই বিয়েতে রাজি ছিলে না?
মৌনি বলল।
পরম হাসল।অন্য রকম হাসি।কিছু বলল না।
তাহলে বিয়ে করতে গেলে কেন?
পরম একটা পাখির ডাক শুনল উৎকর্ণ হয়ে।
তারপর আবার হাসল।
হাসছো যে
নিয়তি ।
তাহলে?
পর পর সাত জন্মের জন্য একেকটা জুটি।
তারপর?
সেই ট্রাডিশন সমানে চলেছে।
আবার একটা কোকিল ডেকে উঠল।
ওরা দুজনেই হাসল ।
বসন্তের হাসি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন