লেবেল

শনিবার, ১৮ মার্চ, ২০২৩

অণুগল্পে বসন্ত —১৯।। দুই শহর — সুধাংশুরঞ্জন সাহা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অণুগল্পে বসন্ত —১৯



দুই শহর

সুধাংশুরঞ্জন সাহা 


এই কলকাতা শহরেই থাকে দুই যুবক যুবতী, রিয়া আর আরণ্যক। একজন থাকে উত্তরে, অন্যজন দক্ষিণে। রিয়া একটা বেসরকারী প্রাথমিক স্কুলে শিক্ষকতা করে। শিশুদের নিয়েই তার জগৎ। আরণ্যক সরকারী নামি এক সংস্থায় কর্মরত, এই শহরেই। তাদের ছিল গভীর বন্ধুত্ব। আর্ট সিনেমা, গ্রুপ থিয়েটার, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান দেখা ছিল তাদের নেশা। 

আচমকাই রিয়া স্কুলের শিক্ষকতা নিয়ে চলে গেল অরুণাচল প্রদেশে। রামকৃষ্ণ সারদা মিশন স্কুলে। আরণ্যক থেকে গেল একা এই শহরে। তখন অরুণাচলে বৃষ্টি হলে কলকাতায় আরণ্যক ভেজে। কলকাতার খরায় অরুণাচলে রিয়া পোড়ে। কিন্তু মাত্র দু'মাসেই দাবার চাল উল্টে গেল। পাহাড়ের অরুণাচলে শরীর স্বাস্থ্য টিকল না রিয়ার। ডাক্তারের পরামর্শে ফিরে আসতে হল কলকাতায়। পুরনো স্কুলেই ফিরে পেল শিক্ষকতা।  সময়ের সঙ্গে সঙ্গে আবার গাঢ় হতে থাকল দুজনের বন্ধুত্ব। 

হঠাৎ রিয়ার বিয়ে হয়ে গেল দিল্লির এক বিত্তশালী প্রতিভাবান পাত্রের সঙ্গে। অন্যদিকে আরণ্যক বদলি হয়ে গেল গ্যাংটকে। অভিমানে বিচ্ছিন্ন হয়ে গেল দুজনের যোগাযোগ। আরণ্যক অন্য বন্ধুদের কাছে খবর পায় রিয়ার। রিয়াও বন্ধুদের মাধ্যমে খবর রাখে আরণ্যকের। এভাবেই কাটছিল দিন। 

সরাসরি যোগাযোগ যতই বিচ্ছিন্ন হোক, বন্ধুরা জানে, একদিন ঠিক দুই শহরে বৃষ্টি হবে। সেদিন আপাদমস্তক দু'জনে ভিজবে। হোক না পায়ের তলার মাটি আলাদা, তবু বৃষ্টির ফোঁটা তো নেমে আসবে সেই একই আকাশ থেকে। মনের অতল থেকে উঠে আসা নোনাজল বৃষ্টির জলের সঙ্গে মিশে সৃষ্টি করবে এক মহাসাগর। দুই শহর মিলেমিশে একাকার হয়ে যাবে সেদিন নির্ঘাৎ।

২টি মন্তব্য: