লেবেল

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৭ ।। শপথের বাণী - দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৭



শপথের বাণী

দুরন্ত বিজলী

ক্ষিদে পেলে শিশু খাবার চায়,
পরম প্রিয় মায়ের দুধ।
তেষ্টায় বুক ফেটে যেতে চাইলে জল --
আঃ! পরম তৃপ্তির বেঁচে ওঠার জীবন।

আমাদের মুখের যে ভাষা তা
আমার মায়ের শেখানো
-- বল্ , 'মা' বল্। বল্, 'বাবা' বল্।
   'মা- মা- ', 'বা- বা- ' !

মায়ের শেখানো ভাষায় কথা বলি,
সুখ পাই।
মায়ের ভাষায় স্বপ্ন দেখি,
মায়ের ভাষায় গান গাই --
বাউল, ভাটিয়ালি, কীর্ত্তন, শ্যামাসঙ্গীত,
রবীন্দ্র-নজরুল, রজনীকান্ত-অতুলপ্রসাদী.....
আমার বাংলাভাষা।

মায়ের ভাষায় ভরিয়ে তুলি
জল-বায়ু-মাটি।
সে ভাষাকে স্তব্ধ করতে এলে
লড়াই হবে, জীবন দিয়ে সরব ও সজীব রাখব
আমাদের মাতৃভাষাকে - এই হোক
আজকের শপথের বাণী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন