লেবেল

রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৬ ।। একুশে' উদযাপন - দীপক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৬



একুশে' উদযাপন

দীপক বন্দ্যোপাধ্যায়

ভাষাই মনের অভিব্যক্তি,
ভাষা প্রবাহিত সিন্ধু ----
ভাষার আলোয় রবিরও কিরণ ;
কিংবা, সে আলো দেয় ইন্দু ।

ইন্দুর মুখে মায়ের জ্যোৎস্না-হাসি,
ভাষাতেই যার প্রকাশ ;
ঢাকা-শিলচর রক্তে লিখেছে, 
ভাষাশহীদীর গর্বিত ইতিহাস ।

সেই ইতিহাস বুকে গেঁথে নিয়ে
ভাষাতে মায়ের বরণ ;
ভাষাশহীদের রক্তে রাঙানো ----
'একুশে' ! স্মরণে তোমায়, বিশ্বউদযাপন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন