লেবেল

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১২।। কিংকর্তব্যবিমুঢ়তার বর্ণ পরিচয় - জ্যোতির্ময় দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১২



কিংকর্তব্যবিমুঢ়তার বর্ণ পরিচয় 

জ্যোতির্ময় দাশ



শাশ্বত এক আশ্চর্য  সমীকরণের খেলায়

গণতন্ত্রের দেবদেবীরা প্রতি পাঁচ বছর অন্তর 

গজদন্ত মিনারের সম্ভ্রান্ত উচ্চতা থেকে নেমে আসেন

সুচতুর পায়ে মর্ত্যের এই বিপন্ন ভূ-ভারতে


বদন্যতায় ধন্য কল্পতরু সকলেই তারা

বাজিমাত করতে চায় একে অন্যকে

উড়তে থাকে শালীন অশালীন  ইস্তাহার 

আর প্রতিশ্রুতির অলীক প্রাসাদের ধূর্ত অঙ্গীকার 


অদৃশ্য দেবতাদের দৃশ্যমান এই মিথ্যের সমারোহে

মন্ত্রমুগ্ধ উলঙ্গ নিরন্ন ভক্তেরা অভুক্তযন্ত্রণা ভুলে

নতজানু দাঁড়ায় এসে প্রতিবারে ভোটের  পঙক্তিতে

সেই ব্রাহ্ম মুহূর্তে সিদ্ধান্তহীন কিংকর্তব্যবিমুঢ়তায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন