লেবেল

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১১ ।। একটি একুশ,অফুরন্ত আকাশ — শুভঙ্কর দাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১১



একটি একুশ,অফুরন্ত আকাশ

শুভঙ্কর দাস 


বর্ণমালার ভেতরে বেঁচেবর্তে  ছিলেন

বরকত,সালাম এবং জব্বার 

তাদের হাতে কোনো অস্ত্র ছিল না!

তাদের চোখে শাসনের ঝলকানি ছিল না!

তাদের পায়ে ছিল না অন্যকে মাড়িয়ে দেওয়ার কাঁটা!

তাদের শুধু মন ছিল,যে মনে একান্নটি আলো এমন এক আকাশের জন্ম দিয়েছিল


যে আকাশে ডানা মেললেই প্রতিটি প্রশ্ন ও উত্তর ছুঁয়ে মন্ত্রাজানের নতুন পৃথিবী তৈরি করে দেয়...


কিন্তু নির্বোধ রক্তচক্ষুর তা সহ্য হল না,তার চাই গুলির অশ্লীল গতি,বন্দুকের বাঁদরামি,দাপিয়ে রেখে ভাষাকে সন্ত্রাস করার চূড়ান্ত নোংরামি... 


সেই অপার অন্ধকারে সহসা মাথা তুলে দাঁড়ায় একুশ থেকে একাত্তর... 


এমন আশ্চর্য সংখ্যা,যার মাঝখানে গোটা ভুবন সোনালি হয়ে ওঠে মায়ের ভাষায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন