লেবেল

বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -৫ ।। অনন্ত আলোর স্মরণ — বিকাশ চন্দ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



 নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -৫



অনন্ত আলোর স্মরণ 

বিকাশ চন্দ

কতটা রক্ত আর অশ্রু স্পর্শ করেছিল 
যাই বলো তুমি কি জানো তিনি কে ছিলেন 
দগ্ধ শরীরে ধ্বংস হয়ে গেল সৃষ্টির বীজ 
অতৃপ্ত কত কথা ছুঁতে চাইছে আত্মার শরীর 
নেহাতি মূঢ়তা স্পর্ধিত বড়ো
এসব তুচ্ছ রাজণ্য উচ্চারণ   
সে কি ভোলানো যাবে অজস্র শোক 

শূন্যের আগুন পাখির কান্না শুধু 
কে কান পেতে শোনে মরশুমি কাল 
তরুণের স্বপ্ন পোড়ে দামাল হাওয়ায়
পোড়ে অক্ষর শব্দ ছেঁড়ে সূর্য বন্ধন 
এই অন্ধ সময়ে তুমি আলো দাও 
তুমি আজও এক উজ্জ্বল সূর্য তোরোণ

কোথায় তফাৎ এক মুঠো ছাই আর মাটি 
অক্ষয় সত্তায় তবুও আজও নেতাজী বরণ
অজস্র যৌবন আজও জীবনে জড়িয়ে মৃত্যুর ক্ষণ
রক্তের স্বাধীনতার কন্ঠস্বর অনন্ত আলোর স্মরণ 

1 টি মন্তব্য: