স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১৬
আস্বাদ
বিকাশ ভট্টাচার্য
যে স্বাদ লেগে গেছে জিভে
প্রতিদিন চাখতে চাখতে সেটাই বিস্বাদ
যে পাখি নজরবন্দি করে গেছি রোজ
শস্যদানা কুড়িয়ে নিতে এ উঠোনে আর নামে না
পোশাক বদলে ফেলি। বদলাই বিছানা চাদর
অভ্যাসের দাস ক্রমে বদভ্যেসপ্রিয়
সত্যি কথা ঠাকুর
কেন যে বীরেশ্বর ডেঁয়ো পিঁপড়ের মতো
ফিরে ফিরে আসতো রোজ তোমার ডেরায়
কই বিস্বাদ হলো না তো উপসংহার !

খুব সুন্দর একটি জিজ্ঞাসা?
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুন