প্রকৃতি -ই সুর সংখ্যা —১৯
অমিত কাশ্যপ
হাসিমারা ফরেস্ট
হাসিমারা ফরেস্ট, গাড়ির মুখ ঘুরতে
কে যেন সবুজ লেপে দিল সামনে
দূরে আদিবাসী বস্তি, আমরা তার ভেতর
প্রকৃতি খুঁজতে খুঁজতে এগই, হাত নাড়ে তারা
গাড়ি মানে শহুরেবাবু, কেক-বিস্কুট-লজেন্স
পেতে তো পারেই, ওই যে হাতনাড়া অতিথিবরণ
ওদের শরীরে প্রকৃতি মেখে দিয়েছে যে সুর
আহা, কি মিষ্টি হাসি বালক-বালিকার
চারিদিকে খুলে যাচ্ছে সবুজ গন্ধ, সতেজতা
সত্যি আমরা শহুরে মানুষ কতটুকু জানি
একসময় গাড়ি রেখে ঘুরি, ছবি তুলি
আশ্চর্য ছবি অ্যালবাম ভরে, বাকিটা প্রাণের আনন্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন