লেবেল

শনিবার, ৫ মার্চ, ২০২২

শুধু কবিতায়.. বসন্ত এসে গেছে -৭।। স্মৃতি শেখর মিত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।

 






বসন্ত এসে গেছে -৭

স্মৃতি শেখর মিত্র 




১.

বসন্ত এসে গেছে


কাকের বাসায় আজ বসন্তের দূত বসে আছে
হয়তো সময় হয়েছে এবার বসন্তের সুর আলাপ
করার। মাটিতে সুগন্ধী ছড়িয়ে পড়ে আছে মহুয়ার ফুল রাশি রাশি। কৃষ্ণচূড়া,পলাশ, শিমুল
কেউ পিছিয়ে নেই প্রতিযোগিতার আসরে। তারাও সামিল। হৃদয় উজাড় করে শাখায় শাখায় ফুটে আছে ফুল লালে লাল।ধামসা আর
মাদলের বোলে সাঁওতাল পল্লীতে রাতভর নাচের
আসর । সাঁওতাল পুরুষ ও রমণীদের শরীরে
জেগেছে হিল্লোল মহুয়া ফুলের নেশায়।আমের
মুকুল ও সজনে ফুলের সাথে কোকিলের একটানা কুহু কুহু রবে মৃত মানুষের শরীরও
আজ বসন্তের ছোঁয়া লেগে হয়েছে সজীব।
বাতাসে ধ্বনিত হয় অলির গুঞ্জন, পৃথিবীর সমস্ত
পীড়া আজ দূরে সরে গেছে। বসন্তের মদির
আনন্দে আজ ডুবে আছে জগৎ সংসার।


               

 
.
রসকলি

ফাগুনের শরীরে আজ মনের ‌‌‌‌‌আগুন
পলাশ, শিমুল,আজ লালে লাল
তাদের শরীর আজ রসে থৈ থৈ
সেই রসে আজ রসকলি কেটে
একতারা হাতে সারি সারি বসে আছে
বাউল আর বোষ্টমীর দল।শরীর ও মনে
তাদের বার বার ঘুরে ফিরে উঠে আসে
"কৃষ্ণলীলার গান"।দোল উৎসবে 
 ভালবাসার গান শরীরে শরীরে।
মানুষ পাবে বসন্তে রঙের ছোঁয়া।
পুরুষরা  তখন সবাই "কৃষ্ণ" আর নারী মানেই
"রাধা" রসে টইটুম্বুর এ বঙ্গ ভূমিতে বাসন্তী
অনুরাগে। ঘরে ঘরে পড়ে যায় মনের মানুষের
খোঁজ। রসিক যেজন সেই রাখেন রসের খবর।













৩টি মন্তব্য: