লেবেল

শনিবার, ১২ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -২০।। সুজিত রেজ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -২০

সুজিত রেজ 



১.

বাসন্তী


বসন্তের চলনবিল ঝরা পাতার দলে


জলকে চল সখির দল শিকেয় তুলে রেখেছে ঘড়া

বকের ঠোঁটে ফুটে উঠেছে খুশির বাসন্তী

দুপুরে নেই ডুবসাঁতার লালচোখের কিশোর উল্লাস

পাঁকের নীচে পাকদণ্ডী খায় গুগলি শামুকছানা

মাছসংগীত হারিয়ে গেছে দগ্ধ কচুরিপানায়


পলাশ বুকে ভাসে অশোক দুলকি চালে

পদ্মপাতায় দোল খেয়ে যায় সজনে সকাল

খেজুরকাঁটায় বসে সময়ের দাঁড়কাক

কর্কশ তার গলা কুচো চিংড়ির মতো কাঁপে


কুদাল ঘষে জমিন চষে হাঁকাড় দেয় পঞ্চা ডুলে

লাঙল যার চলন তার ফসল তুলে শুধব ধার



২.

বসন তো খসে গেছে


শরীর চেনার মতো কঠিন এই সময় 

প্রেমের উজানে নেই চোখের জলের ভাষা

বুকের খাঁচায় নেই কোনও সুফি হৃদয় 

ও পারে বাঁশের সাঁকো এ পারে পলাশা


নেড়াপোড়া আগুনের কামরাঙা চরাচর

ভাঙা বিশ্ব পড়ে আছে ভেঙে পড়া বিশোয়াসে

চোরা মুহূর্তগুলো আবেগের উজাগর

ফাল্গুনি দোল-দুলাল বসন তো খসে গেছে।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন