বসন্ত এসে গেছে -২২
বীথিকা পড়ুয়া মহাপাত্র
প্রেমিক মন
বসন্ত সে কবে কখন ঢুকলো
এসে হৃদয়পাড়ায়,
জীর্ন মনের ঝরা পাতা আকাশপানে
যায় উড়ে যায়।
পলাশ এসে রাঙিয়ে দিলো
তারুন্য রঙ রক্তিম ঠোঁট,
কৃষ্ণচূড়া, রাধাচূড়া মনটা করলো
ওলোটপালট।
বসন্তদূত ডাক দিয়ে যায়
হাতে নিয়ে প্রেমের চিঠি,
জাগিয়ে দিলো ভালোবাসার
ঘুমিয়ে থাকা অনুভূতি।
ফুরফুরে মন দখিন হাওয়ায়
তারেই খোঁজে নিরুদ্দেশে,
প্রজাপতির পাখায় পাখায়
ঘুরছে যে মন প্রেমিক বেশে।
খুব সুন্দর কবিতা। একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
উত্তরমুছুন