বসন্ত এসে গেছে -৩২
বিকাশরঞ্জন হালদার
একমুঠো পলাশের স্বপ্নে
এইমাত্র অচিহ্নিত। এইমাত্র এক অথবা বেশি। আশ্চর্য মহিমায় মুছে যেতে চায় সর্বাঙ্গের অশ্রু। ফাগুনের রঙে তেমন করে আর ভেজা হলো না! নেপথ্যে উড়ে বেড়ায়, অপেক্ষার সরু-গলি, বিনীত যাপন! একমুঠো পলাশের স্বপ্নে, অক্ষর সাজাই অসময়-সময়ের বাঁকে। তোমার দিকে পেতে রাখি ক্ষুধাতুর চোখ! রঙিন আঙুলের উষ্ণ পরশগুলো সোহাগী জ্যোৎস্না-ঘাঁটে স্মৃতির ভিতরে! এখানে বসন্তের কোনো সাল-তারিখ নেই! আমি শুধু জানি, অপ্রকাশিত আগুনে বারবার অস্থির হয়, ভুলে থাকা শুরুর কিনার! সে শুধু রোদন-ভার! কোকিলের মোহ-কণ্ঠও মাঝে-মাঝে বড় আশ্চর্য মনে হয়! তবু-তো বসন্ত আসে, অনিবার্য নিয়তির মতো! আমারা আক্রান্ত হই, অনুরাগে রস-থৈ‐থৈ! প্রীতিময় আলো ফোটে আবেগে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন