লেবেল

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩১।। অমৃতা হালদার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৩১

অমৃতা হালদার


১.

কামিনী ফুল


সেদিন রাতে কামিনী ফুলের সুগন্ধে,
আমার ঘুম ভেঙ্গে যায়। 
কামিনী ফুলের গাছে আমার দোলনা বাঁধা । 
 গিয়ে দেখলাম, দোলনায় কেউ দুলছে। 
হয়তো রাধা রানী বসে আমায় ধন্য করছে। 
 ভাবতে-ভাবতে ঘুম আবার এসে যায়। 
স্বপ্নে দেখি আবার সেই গাছ। 
 সেই গাছে দুলছে শ্রীরাধা আর দোলাচ্ছে শ্রীকৃষ্ণ । 
অঝোরে চোখ বেয়ে জল বয়ে যায়। 
আকাশের পূর্ণিমার চাঁদ আর দিগন্তে ভোরের লালিমা । 
সকালে যখন ঘুম ভাঙ্গলো,
 মাথার পাশে দেখি দুটো কামিনী ফুল। 





২.
ভালোবাসা আর বসন্ত

যখন  দেখি বশে  কিছু নেই,
বসন্ত আসে অজান্তেই। 
মন লাগে না কোনো কাজে,
হাওয়া লাগিয়ে সময় কাটাই। 

ফুলে ফুলে রঙিন সব। 
কোকিল করে সুরেলা  রব। 
আবীর মেখে মুখ রাঙাই,
বসন্তের রঙে মন ভাসাই। 

 তোমার বইয়ের  পাতায় পাতায়,
বসন্ত হলুদ ফুল রেখে দেয়। 
সকাল হতেই তোমায় ডাকে,
বসন্ত মনে ছবি আঁকে। 

বসন্ত মানে ভালোবাসা। 
তোমার চোখে প্রেম পিপাসা। 
বসন্ত মানে নিজের মনেই,
একলা বসে কাঁদা হাসা। 










২টি মন্তব্য: