লেবেল

শুক্রবার, ৪ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৫।। সৌমিত বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




বসন্ত এসে গেছে -৫

সৌমিত বসু




লিখতে চাই বসন্তের কবিতা


বসন্তের কবিতা লিখতে বলেছো 

আমি লিখি কেন্দুপাতার কথা। 

তুমি চেয়েছো কবিতায় যেন 

রং লেগে থাকে বসন্তের 

কৃষ্ণচূড়া যেন লাল করে রাখে 

আকাশের প্রতিটি কোন 

প্রত্যেকের বুকের ভেতর যেন বেজে ওঠে 

"বসন্ত এসে গেছে "। আনন্দ -বসন্ত। 


আমি অনেক চেষ্টা করেও পারিনি। 

বসন্ত বলতেই আমার সামনে ভেসে ওঠে 

পিঁপড়ের ডিম সেদ্ধ করে দুপুরের খাওয়া 

খসে পড়া কেন্দুপাতা কুড়িয়ে

দিন গুজরান, 

শালপাতার ভেতর খসখস এঁকেবেঁকে সাপের মতন থমকে যাওয়া জীবন। 


একদিন ঠিক লিখবো তোমার মনের মতো বসন্তের কবিতা 

একদিন হয়তো সত্যিকারের বসন্ত এসে 

চুমু খেয়ে যাবে। 









৩টি মন্তব্য: